কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যােগে কুমিল্লা নগরীর রেইসকোর্স হোটেল রেডরোফ ইনে শুক্রবার বাদ মাগরিব জরুরি বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ওমর ফারুকী তাপস, সংগঠনের সহ সভাপতি সাংবাদিক বাবর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় ও মাসিক রিপোর্ট পেশ ও বিভিন্ন বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃবৃন্দের একমত পোষণ হয়।
বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন মিয়া প্রতিষ্ঠা বার্ষিকীর ম্যাগাজিন বিষয় সহ আয় ব্যায় হিসাব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠন সহসভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, সহসভাপতি সাংবাদিক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, দৈনিক যুগান্তর প্রতিনিধি
ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়দুর হোসেন, এন.সি জুয়েল নতুন অর্থ সম্পাদক নারায়ণ চন্দ্র কুন্ড,বরুড়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, বুড়িচং কমিটির সদস্য রেজাউল করিম, এছাড়া উপস্থিত ছিলেন আফসানা মিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।