স্টাফ রিপোর্টার
কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সহ -সভাপতি ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সহ- সম্পাদক ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার এর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ) দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর রেয়াজ উদ্দিন ডাক্তার বাড়িতে এ অনুষ্ঠান হয়।এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪ খ্রিঃ) বাদ মাগরিব সন্ধা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেন ও শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।মৃত্যুকালে ১ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।মোঃ আবদুল আউয়াল সরকার বলেন,আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।