মনোয়ার হোসেন
কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ মে) সকালে কুমিল্লা শাখা অফিসের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির এডিশনাল ম্যানিজিং ডিরেক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ।ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো: মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো: মোহিম উদ্দিন, ট্রেনিং এক্সিকিউটিভ সাইফ রহমান সাকিব প্রমুখ।কুমিল্লা সেলস অফিসের আওতাধীন উন্নয়ন কর্মকর্তাদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সভায় কোম্পানির ব্যবসা উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।এসময় প্রায় ৫০ জন কোম্পানির বিভিন্ন এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজার উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের চাটার্ড লাইফের শিরিন আক্তার নামক গ্রাহকের মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়। মৃত শিরিন আক্তার ৬২,০০০ টাকা প্রিমিয়াম জমা দেওয়ায় তার নমিনিকে চাটার্ড লাইফ ইনসুরেন্স মোট ১, ৫৯,৭০৫ টাকার চেক প্রদান করেন।