মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা
শনিবার (১১মে) সন্ধায় আল মদিনা হাউজিংয়ের প্রফেসরস হল রুমে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বর্ষপুর্তির কেক কাটেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আউয়াল সরকার।এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার অফিসার মো:জালাল আহমদ,মীর সিমেন্ট কুমিল্লা অঞ্চলের মার্কেটিং অফিসার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম,অয়ন প্রপার্টিজের স্বত্বাধিকার মো:আব্দুল মান্নান, হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর গোলাম রসুল কাজল,ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা সিনিয়র ইউনিট অফিসার মিজানুর রহমান, কুমিল্লা সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী মোঃ বিল্লাল আহমেদ, ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব আবু জাফর সোহেল।শুভেচ্ছা জানান বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন, দৈনিক মুক্তির লড়াই অল্প সময়ে পাঠক প্রিয়তার শীর্ষে। সে অবস্থান ধরে রাখতে পত্রিকাটি নতুন নতুন ধ্যান-ধারনা নিয়ে এগুচ্ছে।পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সারাদেশে এ পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করায় কর্তৃৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।উল্লেখ্য যে, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।