মনোয়ার হোসেন
কুমিল্লার চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যান চালক সহ আরো দুই ব্যক্তি পালিয়ে গেছে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মে) ভোর রাত ৪টায় চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা এলাকার ইশানচন্দ্রনগর দীঘির উত্তরপাড়ে কাশেম স্টোর এর সামনে নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-ট-১২-১৪৮৮) থামানোর সংকেত দিলে গাড়ীটি থামিয়ে কাভার্ডভ্যান চালকসহ আরো দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি দ্রুত গাড়ী থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ঘোলপাশা এলাকার ইশানচন্দ্রনগর দীঘির উত্তর পাশে বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক সহ আরো দুইজন পালিয়ে গেছে। এ সংক্রান্তে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।