
মোহাম্মদ ইকবাল হোসেন
ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ শে মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘোড়া প্রতিকের প্রার্থী বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দারের নির্বাচনী উঠান বৈঠক ২০শে মে রাত ৭ টার সময় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর সাদকপুর বাজারে অনুষ্ঠিত হয়। পীরযাত্রাপুর ইউনিয়নের নির্বাচনী কার্যক্রমের আহবায়ক বুড়িচং থানা আওয়ামী লীগের এান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী আখলাক হায়দার। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান রুমি, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বেগ, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, থানা আওয়ামী লীগের সদস্য সফিউল্লা, সামশুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা শেফাউল,জামাল হোসেন মেম্বার, আমানত উল্লাহ,বাতেন ভূইয়া, নুরু মাষ্টার প্রমূখ।পথ সভাটি একটি পর্যায়ে বিশাল জনসভায় রুপ লাভ করে। চেয়ারম্যান প্রার্থী আখলাক হায়দার এলাকার শান্তি,উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে তাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান। উপস্থিত বক্তারা ঘোড়া প্রতিকের পক্ষে নির্বাচনী কাজ পরিচালনা করা বিষয়ে ঐক্যমত পোষণ করেন।