এন.সি জুয়েল, কুমিল্লা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান হলেন আব্দুল হাই বাবলু।দ্বিতীয় ধাপে কুমিল্লা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু।মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।আব্দুল হাই বাবলু হেলিকাপ্টার প্রতীক নিয়ে ২০ হাজার ৯৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন আনারস প্রতীক নিয়ে ১৪ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ পিরিচ প্রতীকের গোলাম সারওয়ার। তিনি পেয়েছেন ১৪ হাজার ৩২৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী ইসমাইল মজুমদার। তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৯১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মোঃ রুবেল হোসেন পেয়েছেন ১০ হাজার ৭১৬ ভোট। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী খন্দকার ফরিদা ইয়াসমিন। তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী সালমা আক্তার পেয়েছেন ১৫৭৭৬ ভোট।