
আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
আমি এই বছর হজ্জে যাচ্ছি না, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন কুমিল্লা বুলেটিনের সাথে বৃহস্পতিবার (২৩ মে) রাতে একান্ত সাক্ষাতে এ কথা বলেন।তিনি বলেন, হজ্জে যাইতে এক বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়, হঠাৎ করে হজ্জে যাওয়া যায় না।তিনি মিথ্যা প্রোপাগান্ডাকে উদ্দেশ্য করে বলেন, আমি এই বছর হজ্জে যাচ্ছি না। যারা এই কথাটি প্রচার করছেন, তা সঠিক না, মিথ্যা ও বানোয়াট কথা। উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য।তারা আগামী ২৯ মে নির্বাচনে বিপুল ভোটে হারবে, তাই জনগণের কাছে মিথ্যা প্রলাপ বকছে। তিনি আরও বলেন আমি হাজী তারেক হায়দার এর টেলিফোন প্রতীকের পক্ষে ছিলাম, আছি ও আগামীতেও থাকব ।বিজয় টেলিফোন প্রতীকের হাজী তারেক হায়দারেরই হবে ইনশাআল্লাহ।জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ গুজবে কান দিবেন না।