মোঃ লোকমান খান
শনিবার (২৫ মে) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানের আনারস প্রতীকের পক্ষে বিশাল গণ মিছিল বের হয়েছে। ফকির বাজারে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান এর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। পরে ফকির বাজার, পাহাড়পুর, লোহাইমুড়ি, বেল বাড়ী, খাড়েরা এবং কালিকাপুর,ছয়গ্রাম,মিরপুর সহ বিভিন্ন এলাকা ও বাজারে বিশাল গণমিছিল করা হয়। এতে আনারস প্রতীকের পক্ষে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।