এন.সি জুয়েল
কুমিল্লা টাউন হল বীর চন্দ্র ও নগর মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ।এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু।বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন।অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।এসময় বিএনপি নেতা ড. শাহ্ মোঃ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা মাহাবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব সফিউল আলম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।