এন.সি জুয়েল,স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কুমিল্লা-২(হোমনা- মেঘনা) আসনের সাংসদ অধ্যক্ষ আবদুল মজিদের স্ত্রী রেহানা বেগম।বুধবার (৫ জুন) রাতে জেলার হোমনা উপজেলায় ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।ফলাফলে দেখা যায়,হোমনা উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সদস্য রেহানা বেগম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ২৭৭ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট।ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মোঃ মকবুল হোসেন পাঠান।তিনি পেয়েছেন ৩৯ হাজার ৩৯৮ ভোট।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের নাজমা আক্তার।তিনি পেয়েছেন ২১ হাজার ৪৪ ভোট।জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম) বার বলেন,শান্তিপূর্ন পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে বড় ধরনের কোন সহিংসতা হয়নি।আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।