
সোহেব আক্তার শান্ত, স্টাফ রিপোর্টার
ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল একাংশ।এবার একটি বিজ্ঞাপন তৈরি করে সেই বয়কটের আগুনে ঘি ঢেলেছে কোকাকোলা।বিজ্ঞাপন টি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া।যেই দোকানে থাকবে কোক, সেই দোকানই বয়কট হোক এমনই অভিনব স্লোগানে কোকাকোলা বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা।বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের ক্ষেত্রেও ছাড় দেননি কেউ কোকাকোলার পাশাপাশি তাদেরকেও বয়কটের ডাক দিচ্ছেন অনেকে।কোকাকোলার বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে অভিনেতা ছিলেন সরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই ইসরায়েলকে সমর্থন করার অভিযোগ তুলে অভিনয় শিল্পীদের বয়কটের ডাক দেন নেটিজেনরা এবং তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও করেছেন অনেকে।বিজ্ঞাপনটিতে বুঝানো হচ্ছে কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে আসলে কোক সে দেশের পণ্য নয় ।তারা বুঝাতে চেয়েছে দেশের মানুষ সঠিক তথ্য না জেনে কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। এছাড়াও তারা বুঝাতে চেয়েছে ১৯০ টি দেশের মানুষ কোক খায় এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরিও রয়েছে,তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ করে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।তাদের এই বিষয়গুলো পুরোপুরি একটি সুকৌশল হিসেবে নিয়েছে নেটিজেনরা এবং কোকাকোলা,কোক বিক্রির দোকান সহ অভিনেতাদের বয়কটের ডাক দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান।