আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে “রাজকীয়” এক বিদায়ী সংবর্ধনা দিয়েছে ৩৩ পদাতিক ডিভিশন।বুধবার (১৯ জুন) সকালে কুমিল্লা সেনানিবাস পরিদর্শনকালে ফুলেল শুভেচ্ছায় সেনাপ্রধানকে করা হয় বিদায়ী বরণ।সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হচ্ছে কুমিল্লা সেনানিবাসে।এই সময় তিনি সব সেনাসদস্যর সঙ্গে মতবিনিময় করেন।সেনাবাহিনীর প্রধান তার বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।দেশের সংগ্রাম-সম্ভাবনায় এই বাহিনী সব সময় সাথে ছিল এবং থাকবে।দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।পরে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে সেনাপ্রধানকে বিদায় জানানো হয়।এসময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা সেনানিবাসের সব পদবির কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে তিনি কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (BAUST) এর ক্যাম্পাস উদ্বোধন করেন।