
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে রোববার ( ২৩ জুন) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নানা কর্মসূচী পালন করে।নানা কর্মসূচীর মধ্যে ছিল নগরীর কান্দিরপাড় রামঘাটলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন,বর্নাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ।সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ ও ধর্ম মন্ত্রী মুজিবুল হক এমপি,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী।যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, পার্থ সারথি দত্ত ও এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, মো. শহিদুল্লাহ, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি,ধর্ম সম্পাদক এ বি এম এ বাহার,শ্রম সম্পাদক মানিক খন্দকার,মহিলা আওয়ামী লীগের কোহিনুর বেগম এবং স্বাস্থ্য,দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল, উপ দফতর সম্পাদক রুহুল আমিন চৌধুরী,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান চেয়ারম্যান, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিগার সুলতানা, বীর মুক্তি বাবু নির্মল পাল, জনসংখ্যা বিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম, সদস্য আখলাক হায়দার, সদস্য ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ ও ধর্ম মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে।আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে।আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কান্যা শেখ হাসিনা জাতির পিতার আওয়ামী লীগকে আরো সুসংহত ও সুসংগঠিত করেছেন।