এ কে এম আজাদ, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে এক শিশুসন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন স্বামী।ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় আরেক সন্তানকে নিয়ে নামতে পারেননি স্ত্রী। এর মাঝেই ট্রেনটি ছেড়ে যায়। তিন মিনিট পর স্টেশনের আউটারে গার্ডের উদারতায় ট্রেনটি থামানো হয়।মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা স্টেশনে এমন ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বেলা ১১টার কিছু সময় পর কুমিল্লা স্টেশনে যাত্রাবিরতি দেয়।এ স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি তিন মিনিট হলেও অতিরিক্ত যাত্রীচাপের কারণে সাত মিনিট দেওয়া হয়।এ সময় নির্দিষ্ট বগি থেকে এক সন্তানকে নিয়ে স্বামী নেমে যেতে পারলেও ভিড়ের কারণে আরেক সন্তানকে নিয়ে ট্রেনে আটকা পড়েন স্ত্রী।এর মধ্যে ট্রেন ছেড়ে দিলে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। যাত্রীরা বিষয়টি তাৎক্ষণিক গার্ডকে জানান।গার্ড লোকোমাস্টারকে সিগন্যাল দিলে ট্রেনটি থামানো হয়।এরপর ট্রেন থেকে সন্তানসহ নামেন ওই নারী।কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জানান, ট্রেনটি বেশিদূর যায়নি। মানবিক বিবেচনায় কিছু সময়ের জন্য ট্রেনটি দাঁড় করানো হয়।