
মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশিমুল ইউনিয়ন এর ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬শে জুন বুধবার দিনব্যাপী এ নির্বাচনে দুটি প্যানেলে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।দুটি প্যানেলের নেতৃত্ব দেন ডা.এ এইচ এম দেলোয়ার ( মামুন) ও সাবেক ব্যাংকার মুস্তাফিজ।নির্বাচনে প্রিজাইডিং অফিসার এর দায়িত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান ও সহকারী প্রিজাডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসের এনামুল হক। সকাল থেকে নির্বাচনের পর্যবেক্ষন করেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, বিকালে নির্বাচন পর্যবেক্ষনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। সকাল থেকে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।বিকাল গড়িয়ে মাগরিব নামাজের কিছু সময় আগে প্রিজাইডিং অফিসার সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।প্রাপ্ত ফলাফলে ডা. এ এইচ এম দেলোয়ার মামুন এর প্যানেলের সকল সদস্য নিরঙ্কুশ বিজয় লাভ করে। বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন গোলাম সামদানি তার প্রাপ্ত ভোট ২৪৪টি।বাকী বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন- মাহবুব আলম, রফিকুল ইসলাম,শীতল চন্দ্র রায়,মেসাম্মত রিনা আক্তার।