শাহজালাল ভূঁইয়া সজীব, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগীয় মহাসম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে।শুক্রবার (২৮ জুন) বিকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা বিভাগীয় অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।সভাটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আনজার শাহের সঞ্চলনায় বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হারিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল ভূঁইয়া সজীব,সাংগঠনিক সম্পাদক এন.সি জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম মাজহারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাছান।এসময় জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা বিভাগীয় মহাসম্মেলন সফল করার জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করে,আলোচনা সভা করা হয়। এসময় বিভাগীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।