আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠত্বের পদক নিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষক শারমিন ফাতেমা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শারমীন ফাতেমার হাতে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষকের স্বীকৃতি স্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারমিন ফাতেমা উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি মুরাদনগর স্কাউটসের প্রতিষ্ঠাতা।তিনি মুরাদনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম বদির উদ্দিন আহমেদ ও জয়িতা পুরস্কারপ্রাপ্ত তাহেরা বেগমের বড় সন্তান। ইতিপূর্বে শারমিন ফাতেমা ২০১৭ সালে মুরাদনগর উপজেলায় কাব-স্কাউট ক্যাটাগরিতে প্রথম হয়ে জেলায়ও হয়েছেন শ্রেষ্ঠ। ২০১৮ সালে জেলা অতিক্রম করে চট্টগ্রাম বিভাগে হয়েছেন শ্রেষ্ঠ। ২০১৮ সালে উপজেলা পর্যায়ে হয়েছিলেন শ্রেষ্ঠ। ২০২২ সালে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হয়েছিলেন।