সোহেব আক্তার শান্ত, স্টাফ রিপোর্টার
যুব সমাজ রক্ষায়, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ক্রিড়া বান্ধব মানবিক মানুষ কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সির উদ্যোগে ১ মাস পূর্বে শুরু হয় এই গোল্ডকাপ টুর্নামেন্ট।ইউনিয়ন ভিত্তিক এই খেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা – ৪ তথা (দাউদকান্দি তিতাস) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুর সবুর।তিনি লোকমান হোসেন মুন্সির আয়োজনে অনুষ্ঠিত গোল্ডকাপ টুনামেন্টে উপস্থিত হয়ে মনমুগ্ধকর ও সুশৃংখল পরিবেশে খেলাটি উপভোগ করতে পেরে সিংগুলা গ্রামের এই মাঠ স্থায়ীভাবে সংস্করণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।এছাড়াও উপজেলার বিভিন্ন নেতাকর্মী,পৌর মেয়র এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।সাক্ষাৎকারে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী উক্ত টুর্নামেন্টের আয়োজক কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চেয়ারম্যান পুত্র মুন্না তার সহকর্মী,বন্ধু সহ ছোটভাইয়ের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে লোকমান হোসেন মুন্সি চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।পর্বের ফাইনাল খেলায় হাসের খোলা একাদশ বনাম খোশকান্দী একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলাটি ড্র হলে ট্রাইবেকারে খোশকান্দী একাদশ বিজয়ী হন। বিজয়ী টিমের খেলোয়াড়, সাপোর্টার এবং খোশকান্দী গ্রামের দর্শকদের মাঠ মাতানো উল্লাশ ছিল চোখে পড়ার মতো।