
আফছানা আক্তার,
স্টাফ রিপোটার,
“গাছ লাগান দেশ ও পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (০৭জুলাই) সকাল ১১টায় উপজেলার কালীর বাজার ইউনিয়নের কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ-বনজ ও ঔষুধি গাছ বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মোঃ নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হক ভূইয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল হক ভূইয়া সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন ; গাছ লাগান দেশ এবং পরিবেশ বাঁচান- এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি। সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্বুদ্ধ ও সচেতন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
জানা গেছে এমন মহৎ উদ্যাগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ; মোঃ গোলাম কিবরিয়া।