আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুলাই ২০২৪) সংগঠনের ঢাকার যাত্রাবাড়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওজাব এর উপদেষ্টা, বিটিএসএফ এর কো-চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক ও প্রযোজক এ্যাড. শাহিদা রহমান রিংকু।অনুষ্ঠান পরিচালনা করেন, ওজাব এর মহাসচিব ও বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক এবং বিটিএসএফ এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিটিএসএফ এর মহাসচিব এবং ওজাব এর ১নং যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন, ওজাব এর যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, ওজাব এর ঢাকা মহানগরের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। অনুষ্ঠানে ওজাব এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিটিএসএফ এর অতিরিক্ত মহাসচিব মোঃ ছানাউল্লাহ (বি-বাড়ীয়া), ভাইস-চেয়ারম্যান মোঃ হারিসুর রহমান (কুমিল্লা), ভাইস-চেয়ারম্যান রওশনারা আক্তার (গোপালগঞ্জ),যুগ্ম মহাসচিব মোঃ ছবুর হোসেন (বরিশাল), যুগ্ম মহাসচিব মোঃ কবির হোসেন সরকার (চাঁদপুর), সাংগঠনিক সম্পাদক মোঃ আনজার শাহ (কুমিল্লা), আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ শাহিন (ঢাকা), প্রকাশনা সম্পাদক সোহাগ সরদার (শরীয়তপুর) প্রমূখ।অনুষ্ঠানের এক পর্যায়ে ফল উৎসব ফুল উৎসবে পরিণত। সারা দেশের নেতৃবৃন্দের ফুলেল ভালোবাসায় সিক্ত হন কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।