শাহাবুদ্দিন আহমেদ, স্টাফ রিপোর্টার
‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দির সাবেক কৃতি ফুটবলারদের সংগঠন সোনালী অতীত আয়োজিত ফ্রিজ ও টিভি কাপ কিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই, শুক্রবার বিকেলে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে “সোনালি অতীত” ক্লাবের আয়োজনে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন দোনারচর বোরহান একাদশ বনাম সাহাপারা একাদশ।অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দর্শক মাতানো এই খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল দিতে না পারায় অমীমাংসিত এ খেলা গড়ায় ট্রাইবেকারে।ট্রাইবেকারে ১-০ গোলের ব্যবধানে কিক বার ফুটবল টুর্নামেন্টের এই খেলায় দোনারচর বোরহান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাহাপারা একাদশ।সোনালী অতীত ক্লাবের উদ্যোগে ফ্রিজ ও টিভি কিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনের সাংসদ ও আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।সাবেক কৃতি ফুটবলার ও সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান গরীবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি শাহীন খান, সাধারণ সম্পাদক শওগাত চৌধুরী পিটার, সাবেক জাতীয় ফুটবলার হরে কৃষ্ণ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক, আলহাজ জসিমউদদীন আহমেদ, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার, ৫ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকার প্রমুখ।খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলন জনিপ্রয় ধারাভাষ্যকার কবির হোসেন।আয়োজক কমিটি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে ও দাউদকান্দি থেকে অতীতের মত দক্ষ খেলোয়ার তৈরির মাধ্যমে দাউদকান্দির খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে স্থান তৈরি করার লক্ষ্যে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা।