আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে নতুনভাবে স্বাধীনতার হিড়িক তৈরি হয়েছ।এই ধারাবাহিকতায় পিছিয়ে নেই নারী সমাজ।আন্দোলনের প্রধান সমন্বয়কারীদের মধ্যেও ছিল নারী নেতৃত্ব।তাদের নির্দেশনায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমেই নতুনভাবে স্বাধীনতার রূপরেখা তৈরি হয়েছে।আন্দোলনের বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদা ইমা বলেছেন,প্রিয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্বৈরাচারী সরকারের পতনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে তাদের কৃতিত্বের প্রশংসা এবং শ্রদ্ধা করি।নতুনভাবে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।তিনি আরো বলেন শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে যেন সুবিধাবাদী কারো অনুপ্রবেশ না ঘটে এবং নতুন নেতৃত্ব যেন যথাযথ ব্যবস্থাপনায় নির্মিত হয়।তিনি চলমান পরিস্থিতিতে দেশের সকল জনসাধারণের প্রতি অনুরোধ রেখে বলেন শান্তিপ্রিয় এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। অতিউৎসাহী হয়ে ভিন্নধর্মী কারো উপর আঘাত হানা হলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেই খুশিতে সারাদেশের ছাত্রজনতা বিজয় মিছিল নিয়ে বের হয়। পাশাপাশি দুর্বৃত্তদের বিভিন্ন ধর্মীয় এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও ভাংচুর এর পরপরই শিক্ষার্থীদের আহ্বানে সারাদেশে ছাত্ররা নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগে কাজ করে যাচ্ছে।