আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কুমিল্লা নগরী।এরই অংশ হিসেবে বুধবার (৭আগস্ট) সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল করতে দেখা যায়।তবে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম।সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে রিকশা সিএনজি ও ব্যক্তিগত বাহন ছাড়া গণপরিবহনের সংখ্যা কম।এ কারণে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হচ্ছেন।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণীবিতানও।কথা হয় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে নগরীর কান্দিরপাড়ে বেসরকারি অফিস কর্মী আরিফুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, রাস্তায় গাড়ি কম। কিছু পথ হেঁটে, আবার কিছু পথ রিকশায় করে যাচ্ছি অফিসে। আশাকরি, এই অবস্থা আর থাকবে না। দু-এক দিনের মধ্যে আবার সব আগের মতো হয়ে যাবে।একই কথা শাসনগাছা থেকে চকবাজার আসা রাকিব হোসেনের মুখেও।তিনি কুমিল্লা বুলেটিনকে বলেন,একটু সমস্যা তো হচ্ছেই গাড়ি কম থাকার কারণে।তবে এটা সাময়িক। অচিরেই এই অবস্থার অবসান হবে।আমরা আবারও আগের ন্যায় স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠবো।এদিকে,আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও।শিক্ষার্থীশূন্য দেখা গেছে বেশিরভাগ ক্লাসরুম।এমনকি বিদ্যালয় প্রাঙ্গণও ছিল ফাঁকা।শিক্ষকরা বলছেন,সবার মধ্যে এখনও আতঙ্কের ছাপ রয়ে গেছে। তাই ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি নেই।স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।