এটিএম মাজহারুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ ৪ আগস্ট ২০২৪ইং দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ইং)পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এসময় তিনি বলেন, গত ৫ জুলাই ২০২৪ইং ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পূর্ব ও পর থেকে সারাদেশে কিছু দুষ্কৃতিকারী রাষ্ট্রীয় স্থাপনা, জনগণের জান-মাল,ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে।তেমনিভাবে চান্দিনা উপজেলা ভূমি অফিস,ইউ.এন.ও অফিস,শিক্ষা অফিস সহ উপজেলার বিভিন্ন অফিসে লুটতরাজ,ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা।চান্দিনাতে যেসব দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড করেছে তাদেরকে দ্রুত সেনাবাহিনী আইনের আওতায় আনবে।তিনি আরো বলেন,চান্দিনার রাজনৈতিক নেতাকর্মীসহ ছাত্র ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে চান্দিনাকে নতুন করে সাজাতে চান্দিনা উপজেলার ইউ.এন.ও মহোদয়কে সহযোগিতা করার আহ্বান জানান এবং উপজেলা পরিষদের নিরাপত্তায় সার্বিক দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন রাখার আশ্বাস দেন।এসময় আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান,পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম এবং চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ শোয়াইব, উপজেলা বিভিন্ন কর্মকর্তা সহ চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন ও সাধারণ সম্পাদক শাহ মোঃ আলমগীর খান এবং বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।