আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির সাবেক সাব ইডিটর,দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা জেলার সহ-সভাপতি,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,মনোয়ার হোসেনকে দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগের সভাপতি, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ হারিসুর রহমান।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা শহরের গোমতী হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিককে দেখতে যান তিনি।চিকিৎসাধীন সাংবাদিক মনোয়ার হোসেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি ও কুমিল্লা বুলেটিন এর স্টাফ রিপোর্টার।এছাড়া তিনি চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।অসুস্থ সাংবাদিকের সুস্থতা কামনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগের সভাপতি বলেন, ‘অসুস্থতার খবর পেয়েই আমি ও আমার সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক মনোয়ার হোসেনকে দেখতে আসি।ভবিষ্যতেও তার যেকোন প্রয়োজনে আমিসহ আমার সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, সর্বাত্মকভাবে তার পাশে থাকবো।এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা ব্যুরো চীফ,কুমিল্লা বুলেটিনের সম্পাদক এন.সি জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির লাকসাম ও মনোহরগঞ্জ প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আর.জে রিমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।