আফসানা আক্তার, স্টাফ রিপোর্টার
গত বৃহস্পতিবার ১৫ ই আগষ্ট সকাল থেকে কুমিল্লা সদরের কালির বাজার ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধন করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন ১ নং কালির বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মাষ্টার,আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য ওলি মাষ্টার,১নং কালির বাজার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কামরুল হাসান,বি এন পি নেতা হেলাল উদ্দিন, মাসুম বিল্লাল।এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন,তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান,মোহাম্মদ টিটু, গাজী সুমন সহ কালির বাজার উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।তারা সকলে সৈয়দপুর বাজার মহাসড়কে সকাল ১০ টার সময় অবস্থান নেন এবং ছাত্র জনতার উপর নির্মম ভাবে গুলি চালানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে কালির বাজার উত্তর ইউনিয়ন বিএনপির অবস্থান সম্পর্কে জানানদেন।প্রত্যেকের বক্তব্যে তারা খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার ও দ্রুত কার্যকর করার দাবি জানান।