মোঃ রাজু শেখ, চট্টগ্রাম প্রতিনিধি :
জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না চট্টগ্রামবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। গতকাল রাতের বৃষ্টিতেও তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ইতোমধ্যে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। তবুও মিলছে না সুফল। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে নগরের মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, ও আগ্রাবাদ, ঝাউতালা রেলগেট , ওয়ারলেস, ফয়েজ লেকসহ এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর সমান পানি জমেছে। মুরাদপুরে পথচারীকে জিজ্ঞাসা করলে বলে মুরাদপুর হয়ে একেখান যেতে হয় অফিসে। বৃষ্টি হলেই বাসার আশপাশ এলাকার সড়ক ডুবে যায়। আজকেও একই অবস্থা। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা নিয়ে অফিসে আসতে হয়েছে।’ঝাউতলা এলাকার বাসিন্দা সুমন উদ্দিন বলেন, ‘জলাবদ্ধতার অভিশাপ থেকে কখন রেহাই পাবো আল্লাহ ভালো জানেন। শুনেছি হাজার কোটি টাকার কাজ হয়েছে। প্রত্যেক বছর বলা হয়, আগামী বছর পানি উঠবে না। যেমন খুশি তেমন সাজাচ্ছে নগরী কমছে না ভোগান্তি তাই কবে মুক্তি পাবো এই পানির ভোগান্তি।