স্টাফ রিপোর্টার
ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রাম বন্যার্তদের জন্য শপিংজোন বিডি পরিবার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। ‘মানবতার তরে’ স্লোগানে বন্যার্তদের সহায়তায় রেইজিং এবং ত্রাণ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে।এব্যাপারে তানজিনা ইসলাম সর্মী বলেন, শপিংজোন বিডি পরিবারের উদ্যোগে বন্যার্তদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ, তাছাড়া দেশ-বিদেশের বৃত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।এছাড়াও ফান্ড কালেকশন এর জন্য শপিংজোন বিডি একটি টিম গঠন করেছে, তাদের Shopping zone Bd নামের পেইজে তার বিস্তারিত দিয়ে দিয়েছেন। কেউ চাইলে শপিংজোন বিডির শো-রুমে গিয়েও যার যা ইচ্ছা অনুদান জমা দিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন শপিংজোন বিডির ব্যবস্থাপনা পরিচালক তানজিনা ইসলাম সর্মী।তিনি বলেন, ইতোমধ্যে আমরা বন্যার্তদের জন্য ১০০০ পিস কাপর প্যাকেট করেছি। এর সংখ্যা আরো বাড়বে বলে নিশ্চিত করেছেন। জামা-কাপড় ছাড়াও শপিংজোন বিডির ত্রাণ তহবিল থেকে ক্যাশ ৫ লক্ষ টাকার আনুষাঙ্গিক জরুরি প্রয়োজনীয় জিনিস কিনার জন্য ঘোষণা দিয়েছেন।তানজিনা ইসলাম সর্মী আরো বলেন-আগামী এক সপ্তাহে (৭ দিনের) আমাদের যা সেল হবে তার সম্পূর্ণ টাকা বন্যার্তদের মাঝে বিলিয়ে দিবেন।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন-আমরা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করবো এবং বন্যাকবলিত মানুষের পাশে সবসময়ই থাকবার প্রত্যয় ব্যক্ত করেছি। সমাজ এবং সমাজের মানুষের পাশে সবসময়ই আছি, জানেন তো ‘মানুষ মানুষের জন্য।পরিশেষে তিনি বলেন-যারা আমাদের এই ত্রাণ কার্যক্রমের সাথে আর্থিক সহযোগিতা করে পাশে থাকতে চান, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের আমানত সঠিকভাবে পৌঁছে দেয়ার অঙ্গীকার করছি।জানাগেছে, টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ ১১ জেলায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৫০ লাখের বেশি মানুষ। এ পর্যন্ত ১৮ জন মানুষের মৃত্যু খবর পাওয়া গিয়েছে।