প্রিয়ন্ত মজুমদার, স্টাফ রিপোর্টার (মুরাদনগর,কুমিল্লা)
ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার মুরাদনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর বেড়িবাঁধের ভিতরে বসবাস করা পাঁচ ইউনিয়নের প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পরেছে।ভোগান্তিতে পরা পরিবারগুলোর খাদ্য, চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পরিবার।প্রায় সপ্তাহখানেক ধরে তারা এই সেবা প্রদান করছেন।সরেজমিনে দেখা যায়,উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের গুঞ্জর,নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানিপুর,নয়াকান্দি,নিমাই কান্দি,ধামঘর,মুরাদনগর সদর,জাহাপুর ইউনিয়নের প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়েছে।মুরাদনগর ডি.আর.সরকারি উচ্চ বিদ্যালয়,নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালায়,কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ সহ সকল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর দায়িত্বভার বহন করছেন কাজী শাহ্ পরিবার। তাদের সকলের নাস্তা,দুপুরে ও রাতের খাবার নিশ্চিত করছেন কাজী শাহ্ পরিবার।পাশাপাশি তাদের চিকিৎসা সেবা ও প্রদান, বিনামূল্যে ঔষধ বিতরণ,ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করছেন।