আফছানা আক্তার, স্টাফ রিপোর্টার
দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে উচু অঞ্চল কুমিল্লায় টানা বৃষ্টিপাত সহ ভারতীয় উজানে কুমিল্লা সদর, বুড়িচং- ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম-নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, তিতাস, মুরাদনগর সহ পুরো অঞ্চল বন্যায় প্লাবিত।এহেন পরিস্থিতিতে নেমে এসেছে জনদুর্ভোগ, দু-মুঠো আহারের অপেক্ষায় থাকে প্রতিনিয়ত অর্ধ লক্ষাধিক বানভাসিপ্রবাসী মহন বকাউল বন্যা পরিস্থিতিতে নিউজ বিডি টাইমসের অর্থায়নে বিগত দিনের ত্রাণ বিতরণে সুস্থ বন্টন ও সুশৃঙ্খল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে এক দিনের খরচ দিতে আগ্রহ প্রকাশ করেন।বানভাসি মানুষকে অন্তত একবেলা হলেও খাবার দিতে চান তিনি। উদ্দেশ্য জানতে চাইলে মহন বকাউল জানান আজ যারা বন্যা কবলিত তারা কেউ অর্থ কিংবা খাবারের অভাবী নয় তারা পরিস্থিতির স্বীকার।
মহাসড়ক দিয়ে ত্রাণের গাড়ি আসে মহাসড়ক দিয়ে ফিরে যায়
কেউ মনোহরগঞ্জে আসেনা এমনি একটি নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে নিউজ বিডি টাইমস মনোহরগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করে।তারই ধারাবাহিকতায় এক দিনের খরচ বহন করেছেন মহন বকাউল।ভবিষ্যতেও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মান উন্নয়ন ও পূণর্পাবাসনের কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।