মো: ওমর ফারুক মুন্সী, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বারে অসহযোগ আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো. আশিকুর রহমান ওরফে ওমানী আশিককে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।শনিবার (৩১ আগষ্ট) দুুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুর রহমান (৩২) রাজামেহার গ্রামের মো. কবির হোসেনের ছেলে এবং রুবেল হত্যা মামলার ৭ নম্বর আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মাহবুবুর রহমান।মামলার এজহার সূত্রে জানা গেছে, গত রোববার (৪ আগস্ট) কুমিল্লার দেবিদ্বারে অসহযোগ আন্দোলন চলাকালে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল (৩৩) নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে আশিককে আসামী করা হয়েছে। নিহত রুবেল বাদশা দেবিদ্বার পৌরসভা বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী মো.আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার আদালতে পাঠানো হবে।