ফজলুল হক জয়, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় সাবেক এমপি গফুর ভূইয়ার সমর্থনে “গফুর ভুঁইয়া” স্লোগানে মুখরিত হয়েছে পুরো জনসভা।৩১ আগস্ট (শনিবার) কুমিল্লার বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি উপলক্ষে কুমিল্লায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ব নির্ধারিত এই কর্মসূচি উপলক্ষে কুমিল্লার বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনে ছেড়ে যায়।সকাল ১১ টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমাই উপজেলার ছোট শরীফপুর হাই স্কুলে জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি অসহায় এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।বিকেল ৩ঃ৩০ মিনিটে বিএনপি’র মহাসচিব নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।এ সময় সাবেক এমপি গফুর ভূঁইয়ার সমর্থনে এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।এ সময় সাবেক এমপি গফুর ভূঁইয়া সবাইকে শান্ত থাকার আহ্বান করেন।জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া সহ বিভিন্ন স্তরের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতা।