এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরীর টমছম ব্রিজে সালাউদ্দিন হোটেলের দক্ষিণে লাকসাম রোডে পুরাতন মেডিনোভা ভবনে অবস্থিত কুমিল্লা তাকওয়া হসপিটাল রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুভ উদ্বোধন হয়।হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক ডা: মোঃ ইমদাদুল হক বলেন,কম খরচে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে আমরা কুমিল্লায় স্বাস্থ্যসেবার মানকে আরো উন্নত ও যুগোপযোগী করার জন্য আমরা বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সংশ্লিষ্ট সেবাদতাদের সমন্বয়ে চিকিৎসা প্রযুক্তি নির্ভর কুমিল্লা তাকওয়া হসপিটাল নির্মাণ করেছি।এখানে থাকছে সঠিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির সুবিধা।উদ্বোধন অনুষ্ঠানটি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা: মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে ও কুমিল্লা তাকওয়া হসপিটালের পরিচালক ডা: মোঃ মশিউর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: রাসেল আহমেদ চৌধুরী,পুলিশের সাবেক ইন্সপেক্টর মোঃ ফয়জুর রহমান,কুমিল্লা তাকওয়া হসপিটালের পরিচালক ডা: এ এস এম সুফিয়ান,ডা: মনজুরুল হাসান সৈকত,ডা: নূর হাসান কবির,ডা: ফরহাদ আহমেদ,ডা: কাউসার আহমেদ,শরীফ আহমেদ প্রমুখ।