এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,আওয়ামী লীগের শাসনামল ছিল নরকের। শেখ হাসিনা বিএনপিকে দমিয়ে রাখার জন্য যুবলীগ,ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনী বানিয়েছিলেন।তিনি জানতেন ন্যায়ের শাসন থাকলে তিনি হেরে যাবেন।দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ধ্বংস করেছেন।বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরের পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগা ময়দানে বন্যার্তদের মাঝে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান,ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ,কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার,ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ,সাধারণ সম্পাদক আমিরুল পাশা রাকিব, সাংগঠনিক সম্পাদক সাহেদ পান্না,বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া,যুবদল নেতা মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ প্রমুখ।পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেড় হাজার বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।