
মোহাম্মদ ইকবাল হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এবং বুডিচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় বুড়িচং সুন্নীয়া মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা ও বন্যাদুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টার সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাঈদী, অফিস সেক্রেটারি ও কুমিল্লা-৫ (বুডিচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক মোঃ আবদুল মতিন, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহীদ, জেলা কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকী, জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার প্রধান সমন্বয়ক অধ্যাপক আবদুল আওয়াল, বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো সাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা মোঃ রেজাউল করিম।জামায়াত নেতা অধ্যক্ষ আবু তাহের, প্রধান শিক্ষক কবির হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মুমিনুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক আমীর ফয়েজ আহমেদ মাষ্টার, জামায়াতের নেতা জাকারিয়া সৌরভ, তাজুল ইসলাম, ফারুক চৌধুরী, মোঃ রমজান ও রাশেদুল ইসলাম প্রমূখ।আলোচনা সভা শেষে ৫০০ শত বন্যা কবলিত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।