টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে ৯শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন শালবাগান (ক্যাম্প-২৬) এপিবিএন ক্যাম্পের পুলিশ।
০৯ সেপ্টেম্বর (সোমবার) ১৫:৩০ ঘটিকায় টেকনাফ থানাধীন ক্যাম্প-২৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান এর ব্লক-সি/০১, আহমদিয়া নূরানী মাদ্রাসার পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার উপর একজন ব্যাক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থানের সময় শালবাগান এপিবিএন ক্যাম্পের পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঐ ব্যক্তিকে গ্রেফতার করেন পুলিশ সদস্যরা।
আটককৃত আসামী রোহিঙ্গা মোহাম্মদ তাহের (২৮)।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে লুঙ্গির সামনের ডান কোচর হতে ০৫ (পাঁচ) টি নীল রঙের জিপার প্যাকেটের মধ্যে
৯শত পিস ইয়াবা পাওয়া যায়। চারটিতে ছিলো (২০০×৪) = ৮০০ (আটশত) পিস এবং অন্যটিতে ১০৭ (একশত সাত) পিচ সর্বমোট ৯০৭ (নয়শত সাত) ।
উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।