কুমিল্লার বরুড়ায় মাদক সেবন ও ব্যবসা বন্ধ করতে বলায় দুলাল মিয়া নামে একজনকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিলমুড়ী ইউনিয়নের শিলমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। হামলায় দায়ী করা হয়েছে হাসান নামের একজনকে। জানা যায়, দীর্ঘদিন ওই এলাকার রাজা মিয়ার নেতৃত্বে মাদক ব্যবসা করে আসছেন মো. হাসান। এতে সমাজের অধিকাংশ যুব সমাজ মাদকের সাথে জড়িয়ে পড়ে। যে কারণে বাড়তে থাকে বিভিন্ন সামাজিক উশৃঙ্খলা। বিষয়টি উপলব্ধি করে এলাকার দুলাল মিয়াসহ কয়েকজন মাদক বিক্রয় করতে নিষেধ করেন হাসানকে। এতে ক্ষিপ্ত হয়ে সেদিন বিকাল ৫টায় দুলাল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন হাসান। তিনি উপজেলার ০৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের বালুয়া গ্রামের সোনা মিয়ার ছেলে। আহত দুলাল মিয়া একই গ্রামের মৃত মনু সর্দারের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দুলাল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। এ ব্যাপারে অভিযুক্ত হাসানের সাথে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও নম্বর বন্ধ পাওয়া গেছে।
বরুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, মারামারির কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।