এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
কুমিল্লা সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামে চিহ্নিত এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।সে ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি বর্ষণ করে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করে।তবে তার বাসা তল্লাশি করে কোনো অস্ত্র পাওয়া যায়নি।গ্রেফতার হওয়া মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা সদরের সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক।তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।নাজমুল ইসলাম জুয়েল টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি চালায়।এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দ্বারা নিশ্চিত করা হয়েছে।এছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।