মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা চৌদ্দগ্রামের কৃতিসন্তান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম-সচিব কাউসার নাসরীনকে সংবর্ধণা দেওয়া হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে কাউসার নাসরীনের ভগ্নীপতির এলাকাবাসী এ সংবর্ধনার আয়োজন করেন।এ সময় উনাকে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধিত করা হয়।জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান মো: বজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ,সাবেক সেনা সদস্য ও কবি মো: আহসান উল্লাহ, সাবেক পুলিশ সদস্য ফরিদ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কাসেম মিয়াজী,মো: রমিজ আলী মেম্বার, তুহিন হেলাল, আলকাছ মিয়া প্রমুখ।