
মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলায় গত ২২শে আগস্ট গোমতি নদীর বুড়বুড়িয়া বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে নানাবিধ রোগ ব্যাধি।বন্যার পানিতে ডুবে যাওয়া বাড়িঘর গুলোতে পানি নেমে যাওয়ায় মানুষ বাড়িতে ফিরে গিয়ে আক্রান্ত হচ্ছে বিভিন্ন শারীরিক ব্যাধিতে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে বন্যা কবলিত বুড়বুড়িয়া মাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করেন সেইভ দা ফিউচার ফাউন্ডেশন এর নেতৃবৃন্দু। উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রায় দুইশত অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় সেভ দা ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা থেকে ১০ জন ডাক্তারের একটি প্রতিনিধি দল এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি উক্ত সংগঠনের পক্ষ থেকে ত্রিশটি পরিবারের জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েল এবং দশটি পরিবারের জন্য সেলাই মেশিন দেয়ারও ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউসুফ শিবলী, নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, সাংগঠনিক পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, অফিস পরিচালক কামরুল হাসান, স্বাস্থ্য পরিচালক আবু হাসান, সার্জেন্ট অবসরপ্রাপ্ত খোকনখান,স্থানীয় প্রতিনিধি জালাল উদ্দিন, আইন সহকারী মাহবুবুর রহমান ও তোফায়েল আহমদ প্রমুখ।