ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে গণ অধিকার পরিষদ চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।এসময় তারা দলটির নির্বাচনী প্রতীক ‘ট্রাক’ এর বিভিন্ন স্লোগান দিয়েছেন। আনন্দ মিছিলটি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে একত্রিত হয়ে সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তৃতা করেন- কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. ফয়েজুল্লাহ, সদস্য সচিব গিয়াস হৃদয়, যুগ্ম-সদস্য সচিব এ্যাডভোকেট জয়নাল আবেদনী মাজহারী, যুব অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, চান্দিনা উপজেলা গণ অধিকার পরিষদ নেতা মো. জহিরুল ইসলাম, আরিফ হোসেন অর্ক, মো. শাহিন মিয়া, নাজমুল হাসান প্রমুখ।