ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।চাঁদপুরের শাহরাস্তি রাজাপুরা দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে হোসাইনীয়া কমিটি বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার ব্যবস্থাপনায় ওই জশনে জুলুস অনুষ্ঠিত হয়।শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠ থেকে শুরু হয়ে জুলুসটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে পুণরায় মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠে গিয়ে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।এসময় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্ শান্তি কামনায় দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন- রাজাপুরা আল-আমিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফ্তী সাঈদুর রহমান মোনাজেরী, শশইয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম হেলালী,মাও. মুফ্তী সালাহউদ্দিন আল কাদেরী, হাফেজ আক্তারুজ্জামান হেলালী, মাওলানা এনামুল হক, মাও. কেএম শামীম আহম্মেদ চৌধুরী, মাও. ফয়সাল আহম্মেদ রাজাপুরী, মাও. শাহ আলম আল কাদেরী, মাও. কে এম নজরুল ইসলাম, মাও. বাছির উদ্দিন হেলালী, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসাইন এমিল, হাজী আবদুল কাদের সরকার, চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. আবু কাউছার, সাবেক কাউন্সিলর মো. শাহজাহান সরকার, মো. জাকির হোসেন সরকার, কুরছাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল ছাত্তার, মাও. সাইফুল ইসলাম কাসেমী, মো. আবদুর রহমান সরকার প্রমুখ।