এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
ভারতের পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি।সোমবার (১৬ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।বিজিবি জানায়,ভারতে যাওয়ার প্রাক্কালে কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।বিজিবি জানায়,সোমবার দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।পরে জিজ্ঞাসাবাদে জানা যায়,তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে জানান।এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।