ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চান্দিনা থানার নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানার ওসি’র কক্ষে চান্দিনা প্রেস ক্লাব সদস্যদের সাথে ওই মতবিনিময় করেন তিনি। এসময় চান্দিনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্মুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, কালের কন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন, যুগান্তর প্রতিনিধি আব্দুল বাতেন, সংবাদ সারাবেলা প্রতিনিধি ও চান্দিনা প্রেস ক্লাব আহবায়ক ওসমান গণি, মানবজমিন ও চান্দিনা প্রেস ক্লাব সদস্য সচিব রকিব উদ্দিন ভুঁইয়া তুহিন,দৈনিক ইনকিলাব পত্রিকার চান্দিনা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার ও দৈনিক কুমিল্লা বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত ও কালবেলা প্রতিনিধি চান্দিনা প্রেস ক্লাব যুগ্ম আহবায়ক আকিবুল ইসলাম হারেছ,মাই টিভি ও যায়যায়দিন পত্রিকার চান্দিনা প্রতিনিধি শাহজালাল সরকার সাজু,আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম, মুক্তখবর প্রতিনিধি সোহেল রানা।