এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় ৭২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা (ডিবি)।শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে জেলা গোয়েন্দা শাখা ,কুমিল্লার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার দূর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের উপর হতে একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নাম্বার চট্ট-মেট্রো-ড-১১-৩৬৪৮)গাড়ি তল্লাশী করে ৭২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এ সময় কাভার্ড ভ্যান গাড়ীটি জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী হলো, গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া থানার বর্নি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে আব্দুস শুক্কুর(২৯)।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।