আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল ফারুক হালাদার, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া,সেনাবাহিনীর লে: কর্নেল মাহমুদুল হাসান,বিজিবির লেঃ কর্নেল ইফতেখার হোসেন প্রমুখ।এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।