![](https://cumillabulletin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ (৩৪),একই এলাকার আবদুল গফুরের ছেলে ইমরোজ আহমেদ (৩৩),তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন (২০) ও আবুল হাশেমের ছেলে মামুন মিয়া (৩৪)।শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম আক্তার উজ জামান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১৪-৮৮৬১) ও প্রাইভেটকার(ঢাকা-মেট্রো-গ-৩১-৩৫৭১) আটক করে।এ সময় গাড়ি দুইটিতে তল্লাশী চালিয়ে দুইটি বস্তায় থাকা ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন,গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা শালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিলো।পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।