
মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ফিশারি গেইট সংলগ্ন বাসভবনে দিনের বেলা জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাসার মালিক ঠিকাদার জামাল উদ্দিন ভূঁইয়ার স্ত্রী শিল্পী আক্তার জানান, ঘটনার দিন মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় তিনি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা এবং মেইন গেইট তালা দিয়ে চলে যান। বেলা ১১ টার সময় তিনি বাসার গেট এবং দরজার তালা খুলে ঘরে প্রবেশ করে দেখেন তাহার স্টিলের আলমারি এবং ওয়াড্রব এর তালা ভেঙ্গে মালামাল তছনছ করে ফেলে রাখা হয়েছে। তিনি স্টিলের আলমারির এবং ওয়াড্রপ এর ভিতরে তল্লাশি করে দেখতে পান আলমারি লকার ভেঙে নগদ অর্থ, স্বর্না লঙ্কার সহ চোরেরা ঘরে রক্ষিত একটি দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। তাহার স্বামী ব্যবসার কাজে বাসার বাহিরে থাকায় ওই সময়টুকুতে ঘরের ভিতরে কেউ ছিল না,এই সুযোগে চুরিটি সংগঠিত হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি মুঠোফোনে তাহার স্বামী জামাল উদ্দিন কে জানালে, জামাল উদ্দিন ঘরে এসে বিষয়টি দেখে অবগত হয়ে বুড়িচং থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করেন।অভিযোগে, জামাল উদ্দিন তাহার ঘর থেকে মোবাইল, নগদ টাকা এবং স্বর্নালংকার এর মোট মূল্য ৮ লক্ষ ৭২ হাজার টাকা উল্লেখ করেন ।অভিযোগের প্রেক্ষিতে বুড়িচং থানার উপ-পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম সরেজমিনে এসে,তদন্ত করে বিস্তারিত লিপিবদ্ধ করে নিয়ে যান। এই বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনাস্থলটি আমি পরিদর্শন করেছি, আমার পক্ষ থেকে চোরদের সনাক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।