ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসংযোগ ও পথসভা হয়।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বাড়েরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে গনিপুর আবদুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা হয়।এতে প্রধান অতিথির বক্তৃতা করেন -কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন।এসময় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো.জুলফিকার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ,পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন।যুবদল নেতা হুমায়ুন কবির খোকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন -বাড়েরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন মেম্বার,উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের।এসময় উপস্থিত ছিলেন -পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক কাউন্সিলর শহিদুজ্জামান সরকার, বিএনপি নেতা নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলর শাহজাহান সরকার,বাড়েরা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি বাবুল মিয়া,আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা.সাইফুল্লাহ বাপ্পি,কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবি দল সদস্য সচিব ফজলুল সাত্তার,যুবদল নেতা ফরহাদ করিম,মনির খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি এরশাদুল হক,বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন,উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন প্রমুখ।